নিজস্ব সংবাদদাতা ॥ দুর্নীতি করবো না-দুর্নীতি সইবো না-দুর্নীতি মানবো না-শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকেলে বরিশালের গৌরনদীতে শপথ গ্রহন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও একটি স্কুলের শিক্ষার্থীরা।
বিকেল তিনটায় পৌর এলাকার পালরদী হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু জাফর সিকদার, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর এস.এম ফিরোজ রহমান। শেষে দূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহন করা হয়।