আগৈলঝাড়ায় চিংড়ি ঘেরের তিন লক্ষ টাকার মাছ চুরি ॥ আটক-১

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের দু’একর চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

জানা গেছে, ওই গ্রামের নির্মলেন্দু বাড়ৈর দু’একর চিংড়ি মাছের ঘেরে সোমবার রাতে বিষ প্রয়োগ করে সংঘবদ্ধ চোরেরা। তারা ঘেরের চিংড়ি ও অন্যান্য মাছসহ তিন লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ভোররাতে চোরাই মাছ নিয়ে রাজিহার গ্রাম অতিক্রমকালে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে স্থানীয়রা ধাওয়া করে নিহার নামের একজনকে বস্তাভর্তি চোরাই মাছসহ আটক করে গণধোলাই দেয়। আটককৃত নিহারের বাড়ি পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামে। সে ওই গ্রামের নরেন বাড়ৈর পুত্র। আটককৃতকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।