দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও একাত্তরের গণজাগরণ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলীর বাড়িতে সোমবার রাতে বোমা হামলা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও গনজাগরণ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী জানান, তার পশ্চিম সুজনকাঠী গ্রামের বাড়িতে সোমবার রাত সাড়ে দশটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তার পরিবারসহ এলাকাবাসীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলার নগরবাড়ি গ্রামের রহিম বিশ্বাসের পুত্র সাদ্দাম বিশ্বাসকে আটক করেছে। আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।