নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিভাগে অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে এবার ফলন বৃদ্ধি পেয়েছে ৪ টন।
কৃষিবিদরা জানিয়েছেন, বিভাগে গত বছর তরমুজের ফলন ছিলো হেক্টর প্রতি ৪২ টন। চলতি মৌসুমে হেক্টর প্রতি ৪৬ টন তরমুজ পাওয়া যাচ্ছে। দুর্যোগপুর্ন আবহাওয়া না থাকলে আরো বেশি ফলন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার সিরাজুল করিম। তিনি জানান, চলতি বছর বিভাগের ৬ জেলায় ৩০ হাজার ৮৯৩ হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ করা হয়েছে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়ে ১৩ লক্ষ ৯০ হাজার ১৯৫ টন তরমুজ। সূত্রে আরো জানা গেছে, চলতি মৌসুমে এ বছর সবচেয়ে তরমুজের আবাদ হয়েছে পটুয়াখালী জেলায়। এ জেলায় ১৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এরপরে রয়েছে ভোলা জেলা। ওই জেলায় এ বছর তরমুজের আবাদ করা হয়েছে ১১ হাজার ৭৭৪ হেক্টর জমিতে। বরগুনা জেলায় ৩ হাজার ১২০ হেক্টর, পিরোজপুরে ৭৫০ হেক্টর, বরিশাল সদরে ৫৮৬ হেক্টর ও ঝালকাঠিতে ৪৩ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে।