বরিশাল সংবাদদাতা ॥ হরতাল সমর্থকেরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মঙ্গলবার ভোরে বরিশাল নগরীতে হোন্ডা মহরা দিয়েছে। এছাড়া হরতালের সমর্থনে ভোর সোয়া ছয়টার দিকে মহানগর বিএনপি এবং সাতটায় দক্ষিণ জেলা বিএনপি পৃথক ভাবে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। দুরপাল্লার বাস ছাড়া অভ্যন্তরীন রুটে বাস ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। ভোর সোয়া চারটার দিকে সাগরদি মাদ্রাসার সম্মুখে দুটি হোন্ডায় অগ্নিসংযোগ করেছে পিকেটররা। এছাড়া সদর রোডে একটি ট্রাক ও ছয়টি টেম্পু ভাংচুর করা হয়েছে।