বরিশালের লালা দিঘী রক্ষায় প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড রূপাতলী এলাকার ঐতিহ্যবাহী লালা দিঘী ভূমিদস্যূদের কবল থেকে রক্ষা করতে মঙ্গলবার সকালে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, ওই এলাকার ৪ একর ৪৬ শতক জমি বৃটিশ আমল থেকে সরকারি ও সার্বজনীন হিসেবে ব্যবহার হয়ে আসছে। ওই জমির ওপর একটি সু-বিশাল দিঘী রয়েছে। যা ঐতিহ্যবাহী লালা দিঘী নামে সু-পরিচিত। সম্প্রতি ভূয়া কাগজপত্রের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী কতিপয় প্রভাবশালী ভূমিদসূরা দিঘীটি দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। ঐতিহ্যবাহী লালা দিঘীটি ভূমিদস্যূদের কবল থেকে রক্ষা করার লক্ষ্যে মঙ্গলবার সকালে আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মিয়াকে আহ্বায়ক, মঈন খান আইয়ুবকে যুগ্ম আহ্বায়ক, ফিরোজ আহমেদ, মাহবুব আলম, নাজমুল হুদা নাজমুল, কাওছার হোসেন শিপন, সৈয়দ সুলতান আহমেদসহ ৪৩ জনকে সদস্য করা হয়েছে।