বিধান সরকার, বরিশাল ॥ বরিশালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় বরিশাল ক্লাবে বরিশাল সিটি কর্পোরেশন এর আয়োজন করে।
সভাপতির বক্তব্যে সিটি মেয়র শওকত হোসেন হিরন বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন সবার কাছে গ্রহনযোগ্য, অনুকরণীয় একজন সৎ রাজনীতিবিদ। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসময় তিনি আরো বলেন ধর্ম নিয়ে কেউ বিরূপ মন্তব্য বা উস্কানী দেবেন না। এদেশে সকল ধর্মের লোক যেন শান্তিপূর্ণ ভাবে বাস করতে পারে সে দিকে সকলে নজর রাখবেন।
এই অনুষ্ঠানে প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যাক্তিরা সহ নারী পুরুষ সম্মিলিতভাবে সকল ধর্মের লোকজন অংশ নেয়। এখানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরফউাদ্দিন বেগ ও মাওলানা নূরুর রহমান বেগ।