ওসির দাম্ভিকতা!

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে শিবির ক্যাডাররা হামলা চালিয়ে এক দিনমজুরের পরিবারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ব্যাপক ভাংচুর করেছে। এসময় ককটেল বিস্ফোরনের ঘটনাও ঘটে। অটোরিকশা ভাংচুরের ঘটনাটি কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেনের কাছে বড় কোন বিষয় নয় বলে তিনি দাবি করেছেন।

ওসির ভাষ্যমতে, শহরে অসংখ্য গাড়ি চলে। এরমধ্যে একটি অটোরিকশা ভাংচুর কোনো বড় বিষয় নয়! ওসির কাছে এ ঘটনাটি বড় বিষয় না হলেও দিনমজুর অটোরিকশার মালিক ও তার পরিবারের কাছে এটি আকাশ ছোঁয়া বিষয়। একজন দায়িত্ববান পুলিশ কর্মকর্তার এ দাম্ভিকতার বক্তব্যে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভাংচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নগরীর নথুল্লাবাদের নিউ গনি ভবনের সম্মুখে।

উল্লেখ্য, হরতালের সমর্থনে ও শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার রাতে নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করে সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে শিবিরের ক্যাডাররা।