Menu Close

আরো ৭ ব্লগারকে গ্রেপ্তার করা হবে

নিজস্ব সংবাদদাতা ॥ ইন্টারনেটে বিভিন্ন ব্লগে লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী চিহ্নিত আরো সাতজন ব্লগারকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মোট ১১ ব্লগারকে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “এদের মধ্যে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।”

বৈঠকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে চারজন ব্লগারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ, সুব্রত শুভ ও সর্বশেষ আসিফ মহিউদ্দিন। শেষের জন ছাড়া সবাই সাতদিনের রিমান্ডে রয়েছেন।

 আরো ৭ ব্লগারকে গ্রেপ্তার করা হবে

Related Posts