Menu Close

বরিশালে সরকারি খাল দখলের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া সরকারি খাল ভরাট করে দখল করার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা গোলাম মাওলাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, কমলাপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া সরকারি খাল অবৈধভাবে দখল করে মাটি ভরাটের কাজ করছিলো স্থানীয় সাদের আলী মাস্টারের পুত্র প্রভাবশাল বিএনপি নেতা গোলাম মাওলা। এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক ভাবে পুলিশ শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পুলিশের নির্দেশ অমান্য করে পূর্ণরায় গতকাল শনিবার সকালে ভরাট কাজ অব্যাহত রাখায় থানার এস.আই স্বপন কুমার হাওলাদার বিএনপি নেতা গোলাম মাওলাকে গ্রেফতার করে।

Related Posts