নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশালের গৌরনদী উপজেলা শাখার সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়।
কারিতাস হলরুমে বাকশিসের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাকশিসের বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদ। বিশিষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক অধ্যক্ষ মহসিনউল ইসলাম হাবুল, বরিশাল জেলা শাখার সভাপতি আমিনা ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ। বক্তব্য রাখেন বাকশিসের উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, সামচুল আলম, আবু সিকদার, অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরান, সুশীল কুমার, জহর লাল পাল, আশ্রাফুজ্জামান, এইচএম ইলিয়াস, ললিত চৌধুরী, আলীমুজ্জামান, জিনাত জাহান প্রমুখ।