বরিশাল সংবাদদাতা ॥ বরিশালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ। সদর উপজেলা কমান্ডের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। হেফাজতে ইসলামের ডাকা সমাবেশ প্রতিরোধে ২৪ ঘন্টার হরতাল উপলক্ষ্যে বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা সংসদের কমান্ডার মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, ঘাতক দালাল নির্মূল কমিটির শান্তি দাস প্রমুখ। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম জামায়াতকে হেফাজত করতে চায়। এদিকে শান্তিপূর্ণ হরতালের কারনে শুক্রবার সন্ধ্যায় ছয়টা থেকে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে সকল প্রকার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। একইদিন সকালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গৌরনদী উপজেলা শাখার আহবায়ক ও মাহিলাড়া গণজাগরন মঞ্চের উদ্যোক্তা সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়ায় বিশাল একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।