Menu Close

বরিশালে মুক্তিযোদ্ধার ওপর হামলা

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাওসার আহম্মেদকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ শুক্রবার সকালে নগরীতে প্রতিবাদ সমাবেশ করছে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দরা।

সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, ঘাতক দালাল র্নিমূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা ৭১ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী জামায়াতের প্রভাবশালী নেতা মাওলানা মোশাররফ হোসেনের পুত্র খালিদ সাইফুল্লাহকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল জানান, তুচ্ছ ঘটনার জেরধরে গত ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা কাওসার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে খালিদ সাইফুল্লাহ।

Related Posts