দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের গৌরনদী উপজেলা সাবেক হাজ্বী ও নতুন হাজ্বীদের প্রশিক্ষন নিয়ে ফারুক ট্রাভেলস এন্ড ট্যুরস এর সৌজন্যে শনিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব হেমায়েত উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী থানার ওসি আবুল কালাম, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল বাতেন নোমান। বক্তব্য রাখেন আলহাজ্ব খান সামচুল হক, আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী, আলহাজ্ব বখতিয়ার আহম্মেদ, আলহাজ্ব মুফতী আব্দুল হালিম, আলহাজ্ব কাজী শাহ আলম, আলহাজ্ব হারুন-অর রশিদ, জসিম উদ্দিন বয়াতী প্রমুখ। অনুষ্ঠান শেষে হজ্ব কাফেলাদের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।