প্রেমানন্দ ঘরামী ॥ বৃট্রিশ বিরোধী স্বদেশী আন্দোলনের অন্যতম নেতা, বরিশাল বজ্রমোহন বিশ্ববিদ্যালয়, গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী ‘অশ্বিনী মেলার’ শেষ দিনে শনিবার গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের অশ্বিনী মেলায় গুনিজন পদকে ভূষিত হয়েছেন সাহিত্যিক ও গনমাধ্যম ব্যক্তিত্ব প্রফেসর বদিউর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস প্রফেসর বদিউর রহমানের হাতে পদক তুলে দিয়েছেন।
বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ আজিজের সভাপতিত্বে মেলার সমাপনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাটাজোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুল হক হাওলাদার, পরিমল চক্রবর্তী। আলোচক হিসেবে বক্তব্য বাটাজোর স্কুলের সহকারী শিক্ষক হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন আয়োজক কমিটির অন্যতম সদস্য মারিফ আহম্মেদ বাপ্পি, সদস্য রেজাউল করিম রেজা, দেলোয়ার হোসেন দিলু, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম শহিদুল হক প্রমূখ।
আলোচনা শেষে তিন দিনব্যাপী অশ্বিনী মেলার সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিরা। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।