ঝালকাঠির ৯৩৫টি স্কুলের শিশুদের খাওয়ানো হবে কৃমি নাশক ট্যাবলেট

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥  শিশুদের সুস্বাস্থ্যের জন্য ঝালকাঠিতে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে রোববার ‘কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ শুরু হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মাসুম আলী শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশের আলী, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নাহার বক্তৃতা করেন। কর্মসূচির আওতায় জেলার ৪টি উপজেলার ৯শ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১২ বছর বয়সী এক লাখ সাইত্রিশ হাজার ছাত্র-ছাত্রীকে একটি করে ট্যাবলেট খাওয়ানো হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে ‘স্বেচ্ছাসেবক দল’। তারা অন্য শিশুদের ট্যাবলেট খাওয়াতে সহায়তা করবে। কর্মসূচি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।