স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরনের পর টাকা ছিনিয়ে নিয়ে চোখ বেধে মহাসড়কে ফেলে রেখেছে দুবৃত্তরা। রবিবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েয়েছে।
গৌরনদী উপজেলার টরকীর বন্দরের চালের আড়তের সরকার মো. হাবিবুর রহমানকে (৫০) অপহরনের পর বরিশাল-ঢাকা মহাসড়কের উজরপুর উপজেলার নতুন শিকার পুর এলাকায় ফেলে রাখে। হাবিব উপজেলার কটকস্থলের আব্দুল মান্নান মিয়ার ছেলে। উজিরপুর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, হাবিব আড়তের ৮১ হাজার টাকা নিয়ে গৌরনদীর বাটাজোর থেকে টমটমে টরকী ফিরছিলো। পথিমধ্যে সাদা মাইক্রোবাস এসে টমটমের গতিরোধ করে। পরে নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। পরে হাবিরে নামে গৌরনদী ও আগৈলঝাড়া থানায় মামলা রয়েছে জানিয়ে মাইক্রোবাসে উঠিয়ে চোখ বাঁধে। পরে সাথে থাকা ৮১ হাজার টাকা রেখে নতুন শিকারপুর নামিয়ে দেয়। ঘটনাস্থল গৌরনদী থানা এলাকা হওয়ায় হাবিবকে ওই থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।