স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের একদিন পর আজ সোমবার সকালে পুকুর থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় গ্রামে। নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র ও ঘোড়ারপাড় গ্রামের শংকর কীর্তনিয়ার পুত্র শুভ কীর্তনিয়ার (৯) রবিবার দুপুরে ওই এলাকায় আসা সার্কাসের হাতি দেখতে গিয়ে নিখোঁজ হয়। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শুভর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের ধারণা হাতি দেখতে গিয়ে পা পিছলে শুভ পুকুরে পরে নিখোঁজ হয়েছিলো।