তপন বসু, আগৈলঝাড়া ॥ এক টুকরো জমি কাল হয়ে দাঁড়িয়েছে দুলালের জীবনে। ওই জমি আত্মসাতের লক্ষ্যে এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির রোষানলে দুলালের স্ত্রী রিক্তা ও তাদের প্রতিবেশী রুপম দাসের বিরুদ্ধে মিথ্যে অনৈতিক কাজের অজুহাত তুলে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পুলিশ আজ সোমবার দুপুরে রুপমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশালের মাধবপাশা গ্রামের জনৈক দুলাল অতিসম্প্রতি কালুপাড়া গ্রামে তার স্ত্রী রিক্তার নামে এক টুকরো জমি ক্রয় করেন। এতে তাকে (দুলালকে) সর্বপ্রকার সহযোগী করেন প্রতিবেশী গৌরাঙ্গ দাসের পুত্র রুপম দাস। ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির। তিনি ওই সম্পত্তি আত্মসাত করতে চালায় নানামুখী ষড়যন্ত্র। সূত্রে আরো জানা গেছে, রবিবার রাতে দুলাল চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন জরুরি প্রয়োজনে রুপমকে ঘরে ডেকে আনেন দুলালের স্ত্রী ও এক সন্তানের জননী রিক্তা। এ সুযোগে ওই প্রভাবশালী রাজনৈতিকের লোকজনে রুপম ও রিক্তাকে নাটকীয়ভাবে ঘরের মধ্যে আটক করে এলাকায় তাদের দু’জনের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে প্রচার করেন। পরবর্তীতে রুপম ও রিক্তাকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। পুলিশ আজ সোমবার দুপুরে রিক্তাকে ছেড়ে দিলেও রুপম দাসকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।