প্রেমানন্দ ঘরামী ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের নতুনহাট নামকস্থানে আজ সোমবার সকালে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে দুটি মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। নিহত কলেজ ছাত্র মোঃ মিরাজ হোসেন (২২) উজিরপুর উপজেলার বিএন খান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে একই উপজেলার পরমানন্দশাহ গ্রামের আবুল হোসেনের পুত্র। আহতরা একই কলেজের ছাত্র খোকন ও রিপন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুগঞ্জ থানার এসআই মোঃ আমান উদ্দিন জানান, দুটি মটরসাইকেল নিয়ে মিরাজ ও তার বন্ধুরা ইচলাদী থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুনহাট নামকস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে বেপরোয়াগতিতে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে মটরসাইকেল দুটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিরাজ নিহত ও অপর দু’জন গুরুতর আহত হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক পরিবহনটিকে আটক করতে সক্ষত হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।