Menu Close

গৌরনদীর চার শহীদের ৪২ তম মৃত্যুবার্ষিকী

মণীষ চন্দ্র বিশ্বাস ॥  ১৯৭১ সনের ২৫ এপ্রিল পাক সেনারা বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে সড়ক পথে প্রবেশের সময় গৌরনদীর কটকস্থলের স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পরেন। ওইদিন পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে নিহত শহীদ গৌরনদীর নাঠৈ গ্রামের সৈয়দ আবুল হাসেম, চাঁদশীর পরিমল মন্ডল, বাটাজোরের মোক্তার হোসেন ও গৈলার সিপাহী আলাউদ্দিন ওরফে আলাবকসের ৪২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার।

এ উপলক্ষ্যে শহীদদের পরিবারের পক্ষ থেকে দোয়া-মিলাদ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। একইদিন ঘটনাস্থল কটকস্থলে ওই চার শহীদের স্মৃতিস্তম্ভ নির্মানের দাবিতে স্বেচ্ছাসেবী এনজিও টিপিডিও এবং আইডব্লিউএফ’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।