Menu Close

বাকেরগঞ্জে দু’তরুনীকে ধর্ষণ

দানিসুর রহমান লিমন ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ও মধ্যমকাঠী গ্রামে জোরপূর্বক এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উভয় ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামের লোটাস খলিফার পুত্র সোহেল খলিফা দীর্ঘদিন থেকে একই গ্রামের হারেচ খলিফার মেয়েকে (১৭) বিয়ের প্রলোভনে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত ১৫ এপ্রিল রাত নয়টার দিকে ওই তরুনী বাড়ির সম্মুখের নলকূপে পানি আনার জন্য যাচ্ছিলো। এসময় বখাটে সোহেল তাকে একা পেয়ে মুখ চেঁপে পাশ্ববর্তী নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ধর্ষক সোহেল ধর্ষিতা তরুনীকে খুন করাও হুমকি দেয়। পরেরদিন বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষকের প্রভাবশালী আত্মীয়-স্বজনেরা ঘটনার সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়ে কালক্ষেপন করেন। পরবর্তীতে উপায়অন্তুর না পেয়ে ধর্ষিতার পিতা থানায় মামলা দায়ের করেন। অপরদিকে মধ্যমকাঠী গ্রামের এক পঞ্চম শ্রেনীর ছাত্রী (১১) গত ২৪ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের বখাটে নূর মোহাম্মাদ ও ইব্রাহিম ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম-পিপিএম জানান, ধর্ষিতাদের ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষকদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।