গৌরনদীতে কৃষক সমিতির মাঠ দিবস

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পশ্চিম চন্দ্রহার গ্রামে রবিবার বিকেলে বোরো চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাষি গোপাল বাড়ৈর উঠানে স্থানীয় কৃষক সমিতির সভাপতি আবদুল মালেক আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন আফতাফ গ্র“পের সিনিয়র মার্কেটিং অফিসার কৃষিবিদ মোঃ আমানুল হক, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সাংবাদিক আমিন মোল্ল¬া, বীজ ডিলার মোঃ জামাল সরদার, চাষী ঝমঝম খান, গোপাল বাড়ৈ প্রমূখ। শেষে আফতাফ এলপি-৫ হাইব্রিড ধান কেটে মাড়াই করা হয়। চলতি বছরে প্রতি হেক্টরে সাড়ে ৯ মেঃ টন হাইব্রিড ধান উৎপাদিত হয়েছে। কৃষিবিদ মোঃ আমানুল হক বলেন, চীন থেকে এলপি-৫ ধান আমদানী করে সারা দেশের কৃষকদের কাছে প্রতিকেজি ২৮০ টাকা দরে বিক্রি করা হয়েছে। এ ধান চাষ করে কৃষকেরা বাম্পার ফলন পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।