গৌরনদীতে ট্রাক চাঁপায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা নামকস্থানে আজ সোমবার সকালে মালবাহী ট্রাক উল্টে চাঁপা পরে এক ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মহাসড়কের ওপর মালবোঝাই ট্রাক উল্টে পরায় প্রায় দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় মহাসড়ক থেকে উল্টে পরা ট্রাকটি অপসারন করার পর যানবাহন চলাচল শুরু করে।

জানা গেছে, ফরিদপুর থেকে পিয়াজ-রসুন বোঝাই করে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হয় (ফরিদপুর-ট-১১-০২৪৬) ট্রাক। পথিমধ্যে মহাসড়কের গৌরনদীর নীলখোলা আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল অতিক্রমকালে সকাল ছয়টার দিকে ট্রাকের সামনের চাকা ফেটে উল্টে পরে। এতে পথচারী টরকী বন্দরের ক্রোকারিজ ব্যবসায়ী ও উপজেলা জাকের পার্টির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহজাহান বেপারী এবং হাফিজুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার সময় শাহজাহান মারা যায়। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকের পার্টির নেতা মোঃ শাহজাহান বেপারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় জাকের পার্টি সাবেক সহপ্রচার সম্পাদক দুবাই প্রবাসী বাদশা মুন্সী, আনোয়াররা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া, অধ্যক্ষ মাকসুদা হোসেন, টরকী বন্দরের ব্যবসায়ী আলমগীর হোসেন মুন্সী প্রমুখ।