মেহেদী হাসান রাজু, মুলাদী থেকে ॥ বরিশালের মুলাদী সাংবাদিক ফোরাম ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মুলাদী উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও ফটো সাংবাদিক সরোয়ার হোসেন কবিরাজের রোগ মুক্তি কামনা করেছেন মুলাদীর সাংবাদিকরা।
গত ২১ এপ্রিল সরোয়ার হোসেন হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন। পরবর্তীতে তাকে আন্ডারচর হাচেন আকন হাটের ডাঃ আব্দুর রবের কাছে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিক সরোয়ার আরো অসুস্থ্য হয়ে পরেন। পরে তাকে সাহেবরামপুর নুরজাহান মেডিকেল সেন্টারে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হয়। গত ২৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক ছরোয়ার কবিরাজকে ঢাকায় নিয়ে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা। সাংবাদিকের আশু রোগমুক্তি কামনা করেছেন প্রবীন সাংবাদিক এম.এ গফুর মোল্লা, মুলাদী সাংবাদিক ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, দৈনিক সন্ধ্যাবানীর মাদারীপুর জেলা সংবাদদাতা জাকির হোসেন প্রমুখ।