প্রবীর বিশ্বাস ননী ॥ বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাস (বেবী হোম) জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত। ওই বেবী হোমের প্রশাসনিক ভবন, কর্মকর্তা-কর্মচারী ভবন ও আশ্রিত শিশুদের ভবনে বড় ধরণের ফাঁটল দেখা দিয়েছে। ফলে যেকোন মূহুর্তে ভবনটি ধ্বসে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় ছোটমনি নিবাসে বর্তমানে ২২জন আশ্রিত শিশু রয়েছে। তাদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন ১০জন কর্মকর্তা-কর্মচারী। ওই আশ্রিত শিশু ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ভবন ও বাসভবন ২০০৩ সনে নির্মানের পর থেকে অদ্যবর্ধি কোন সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে ভবনটির বিভিন্নস্থানে ফাঁটল দেখা দিয়েছে। যে কারনে ছোটমনি নিবাসের আশ্রিত শিশুদের নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে ভবনগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করা হয়েছে।