স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ৫ম মৃত্যুবার্ষিকী আজ ৩০ এপ্রিল মঙ্গলবার।
এ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামে প্রয়াতের নিজবাড়িতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্দিরে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়েছে। ঢাকার সিদ্ধেশ্বরীতে প্রয়াত মন্ত্রীর বাসভবনে অনুরূপ কর্মসূচির আযোজন করা হয়েছে।