গৌরনদীতে ছাত্রলীগের প্রতিবাদ সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডারদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত ও অন্যান্য ছাত্রলীগ নেতাদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ গতকাল বুধবার সকালে প্রতিবাদ সভা করেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, কাজল হাওলাদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাম মানিক, ছাত্রলীগ নেতা এস.এম মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামি ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত শিবির ক্যাডারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামার হুমকি দেন।