নাসির উদ্দিন সৈকত ॥ বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীর শাখা আশোকাঠী-ধামুরা খালের (আশোকাঠী ব্রিজ সংলগ্ন) স্থানের খালে আজ শুক্রবার দুপুরে বস্তাবন্দি ভাসমান লাশ পাওয়া গেছে। এমনই খবর ছড়িয়ে পরে সর্বত্র। এ নিয়ে দেখা দেয় চরম আতংক। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি তীরে আনলে বস্তার মধ্য থেকে পঁচা দূর্গন্ধ বের হলে আতংক আরো বেড়ে যায়। পরবর্তীতে বস্তার মুখ খুলে ভেতরে পাওয়া যায় একটি মরা গরুর বাছুর।
গৌরনদীর থানায় এস.আই মুজাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে খালে একটি বস্তা ভাসতে দেখে তার তীরে (কিনারায়) আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, স্থানীয় কতিপয় মাংস ব্যবসায়ীরা প্রায়ই কমদামে গাভী ক্রয় করে তা জবাই করে মাংস বিক্রি করে আসছেন। গাভীর গর্ভের বাছুরটি কেহ কিছু বুঝে ওঠার আগেই বস্তায় ভরে পাশ্ববর্তী খালে ফেলেছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, মরা বাছুর বস্তায় ভরে খালে ফেলার ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।