স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌর এলাকার কসবা নামকস্থানে আজ শুক্রবার সকালে বাসের ধাক্কায় অন্ধ বাউল শিল্পী নিহত ও তার পিতা গুরুতরভাবে আহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
জানা গেছে, উত্তর পালরদী গ্রামের মতু ফকিরের পুত্র জন্ম অন্ধ টুটুল ফকির (৩০) হাট-বাজার ও গাড়ীতে বাউল গান গেয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার বৃদ্ধ পিতা মতু ফকির (৬৫) তাকে বিভিন্ন হাট-বাজারে ও গাড়িতে গান গাইতে নিয়ে যেত। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে পিতা মতু ফকির পুত্র বাউল শিল্পী টুটুল ফকিরকে নিয়ে কসবা আল্ল¬াহর মসজিদ বাজারে উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথিমধ্যে কসবা নামকস্থানে পৌঁছলে (সকাল ১১টায়) বরিশাল থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী লোকাল বাস সফর পরিবহন পিতা-পুত্রকে স্বজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে টুটুল ফকির মারা যায়। গুরুতর আহত মতু ফকিরকে শেবাচিমে ভর্তি করা হয়েছে।