আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ মোটর সাইকেল দূর্ঘটনায় ঝালকাঠিতে ডাচবাংলা ব্যাংক খুলনা শাখার ক্যাশ অফিসার মিন্টু মাঝী মারা গেছেন। শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে শহরের বাসা থেকে মোটর সাইকেল চালিয়ে কলেজ মোড় হয়ে নবগ্রামের দিকে যাবার পথে মল্লিক বাড়ির সামনের সড়কে সে দূর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয়রা জানিয়েছেন, বালু উত্তোলনের জন্য রাস্তায় পাইপ বসানো থাকায় মিন্টুর দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রনে আনতে পারেনি। ফলে ঘটনাস্থলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায় এবং মিন্টু রাস্তার পাড়ে ছিটকে পড়ে। এসময় আশংকাজনক অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মিন্টু শহরের সিটি পার্ক এলাকার মৃত বারেক মাঝীর পুত্র। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, মা এবং ৩ বোন রেখে গেছেন। তার দূর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এদিকে পুলিশ মিন্টুর গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।