দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে উপদেষ্টা অধ্যাপক আবু জাফর ডাকুয়ার সভাপতিত্বে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দানিসুর রহমান লিমন, সাংবাদিক দীন মোহাম্মাদ দীনু, এম খলিলুর রহমান, মোঃ সেলিম খান, তালুকাদার মোঃ জুয়েল, এইচএম শাহাদাত, মোঃ হিরন গাজী, অহিদুজ্জামান পলাশ, মোঃ মাসুদ সিকদার, মোঃ মিজান মল্লিক, মিনাক্ষী বিশ্বাস মিনু, আক্তারুজ্জামান রুবেল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের আলোর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মল্লিককে সভাপতি, দৈনিক আমার দেশের প্রতিনিধি আতাউর রহমান রোমানকে সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি তালুকদার মোঃ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।