Menu Close

সাভার ট্র্যাজেডি : নিলুর পরিবারের আর্তনাত

স্টাফ রিপোর্টার ॥  সাভারের রানা প্লাজা ধ্বংস স্তুপের নিচে ১০ দিন চাপা পড়ে থাকা বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রফিকুল ইসলাম নিলুর (৪৫) শুক্রবার অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বাদ মাগরিব জানাজা শেষে তার লাশ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ হোসেনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সে বরিশালের উজিরপুরের হস্তিশুন্ড গ্রামের মুক্তিযোদ্ধা ও তাঁতী সমিতির প্রতিষ্ঠাতা মৃত আনসার উদ্দিন খলিফার ছেলে।

শোকার্ত স্বজনের মুখে একটাই কথা জমি-জমাহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মূত্যু হয়েছে। কিভাবে চলবে অবুঝ শিশু-সন্তান, স্ত্রী ও পরিবারটি। ভিক্ষা ছাড়া তাদের আর কোন উপায় নেই। তার ৬ মাসের সন্তান পাভেল ফ্যাল ফ্যাল  সবার দিকে তাকিয়ে থাকছে। ১১বছরের হিমেল কান্না জড়িত কন্ঠে বলে, আমার আর লেখাপড়া হবে না। কি খাব আমরা। স্ত্রীর চোখে অমানিশার ঘোর অন্ধকার। বোন ও ৮০বছরের বৃদ্ধ মায়ের বুকফাটা আর্তনাদে উপস্থিত কেই অশ্র“ সংবরন করতে পারেননি। সান্তনা দেওয়ার ভাষা কারও মুখে নেই। সাভার রানা প্লাজায় ৮ম তালায় নিউ ওয়েভ ষ্টাইল গার্মেন্টে স্যাম্পেল ম্যান ছিলেন রফিকুল ইসলাম।

Related Posts