হাসান মাহমুদ ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ ও মাহিলাড়া এলাকায় আজ রবিবার সকালে ও শনিবার বিকেলে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে মহাসড়কের উপজেলার কাছেমাবাদ এলাকায় মাদারীপুরগামী যাত্রীবাহী তুফান মেল নামের লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি মেহগনি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে বাসের ১০ জন যাত্রী আহত হয়। অপরদিকে শনিবার বিকেলে মহাসড়কের উপজেলার মাহিলাড়া হাটের দক্ষিন পাশে ঢাকাগামী সাকুরা পরিবহন ও যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষে ১০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ছয়জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।