গৌরনদীতে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত

আফরোজা আক্তার কলি ॥  বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বেকীনগরে বাৎসরিক কালী পূজা উপলক্ষ্যে র‌্যালী, ধর্মীয় আলোচনা ও বাদ্যযন্ত্র প্রতিযোগীতা আজ রবিবার সকালে সমাপ্ত হয়েছে।

পূজা উপলক্ষ্যে গোটা টরকী বন্দরে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছিলো। পূজায় ভারতসহ দেশের বিভিন্নস্থানের সহস্রাধীক ভক্তের সমাগম ঘটে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শেখর দত্ত বণিক জানান, বাৎসরিক কালী পূজা উপলক্ষ্যে শনিবার সকালে মনসা ও শিতলা পূজা করা হয়।  বিকেলে র‌্যালী বের করে গঙ্গায় কুলা বিসর্জন করা হয়েছে। রাতে ধমীয় আলোচনা সভা,  বাদ্যযন্ত্র প্রতিযোগীতা ও প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর কে.এম আহসান ইমাম খায়রুল, কোলকাতার বিশিষ্ট ব্যবসায়ী বিপুল কর্মকার প্রমুখ।

বাদ্যযন্ত্র প্রতিযোগীতায় নারায়নগঞ্জ, শরীয়তপুর, নরসিংদী, গাজীপুর থেকে বিভিন্ন দল অংশ গ্রহণ করেন।