বরিশালে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরন দলীয় নেতা-কর্মীদের মান-অভিমান, রাগ-ক্ষোভ ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে মেয়র পদে তাকে আরেকবার নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দলীয় নেতা-কর্মীরা এক হয়ে কাজ করলে জয় পেতে কষ্ট হবে না। আজ সোমবার সকালে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।

 
নগরীর অমৃত লাল দে মিলনায়তনে (বরিশাল ক্লাব) অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন। একইদিন বিকেলে বরিশাল ক্লাবে মহানগর আওয়ামী ওলামালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি ছিলেন মেয়র শওকত হোসেন হিরন।

অপরদিকে একইদিন সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে মহানগর আ’লীগের ৩০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ সভা করেন মেয়র হিরন। এখানে তিনি বলেন, প্রথমে নিজের ঘরের ভোট চাইতে হবে। এরপর প্রতিবেশী ও পাড়া মহল্ল¬ায় ভোট প্রার্থনা করতে হবে। ঐক্যবদ্ধ ভাবে সকল নেতা-কর্মী কাজ করলে জয় হবেই। ওই সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম। বক্তব্য রাখেন আ’লীগ নেতা এ্যাডভোকেট আনিস উদ্দিন শহিদ, এ্যাডভোকেট লস্কর নূরুল হক, এ্যাডভোকেট গোলাম মাসুদ বাবলু প্রমুখ।