তপন বসু, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের এক ব্যবসায়ীর গৃহে রবিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে। খবর পেয়ে আজ সোমবার সকালে গৌরনদী সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৃহকর্তা হালিম সরদার জানান, রবিবার গভীর রাতে ১০/১২ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল তার বিল্ডিংয়ের সিড়ির কোঠার টিন খুলে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।