Menu Close

বরিশালে ১৪ দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥  ঢাকায় হেফাজতে ইসলামীর তান্ডব ও পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে আজ সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীসহ জেলার গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ১৪ দলের নেতৃবৃন্দরা।

বরিশাল নগরীতে সন্ধ্যা ছয়টার দিকে আ’লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সভা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, মহানগর আ’লীগ নেতা এ্যাডভোকেট লস্কর নুরুল হক প্রমুখ। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। আগৈলঝাড়া উপজেলা আ’লীগের সভাপতি ইউসুফ মোল্লা ও
উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।

Related Posts