বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দরিচারখাজুরিয়া ইউনিয়নের ওপর দিয়ে আজ সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ওই ইউনিয়নের প্রায় দু’শতাধিক কাঁচা ঘর বাড়ি। বজ্রপাতে মারা গেছে সাতটি গবাদি পশু।
দরিচারখাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, সোমবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত আকস্মিক ঘূর্ণিঝড়ে পুরো ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে চেয়ারম্যানের বসত ঘরসহ প্রায় দু’শতাধিক কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। চেয়ারম্যান আরো জানান, ঘূর্ণিঝড়ের সময় বজ্রপাতে সাতটি গবাদি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ওই এলাকা বিদ্যুৎ বিহীন অন্ধকারে রয়েছে। এ ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলেও চেয়ারম্যান উল্লেখ করেন।