স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর রূপাতলী ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস মোল্লা হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচীতে যোগদিয়ে অবশেষে লাশ হয়ে ফিরেছে। রবিবার রাতে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের সাথে হামলা ও পাল্টা হামলায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার আল-বারাকা জেনারেল হাসপাতাল থেকে আজ সোমবার ইউনুস মোল্লার লাশ নিয়ে আসেন স্বজনেরা। ওইদিনই সড়ক পথে লাশ বরিশালে এনে বিকেলে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।