এনায়েত হোসেন মুন্না ॥ ঢাকায় হেফাজাতের তান্ডবের পর রবিবার ভোররাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা বাসটার্মিনালে পাকিং করা ইলিশ পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার ভোররাতে পুলিশ দু’বিএনপি নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, ঢাকায় হেফাজাতের তান্ডবের পর রবিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ভুরঘাটা বাসটার্মিনাল সংলগ্ন মহাসড়কের পাশে পাকিং করে রাখা ইলিশ পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। এতে পুরো বাসটি ভস্মিভূত হয়। এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন বাদি হয়ে সোমবার সকালে মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ মঙ্গলবার ভোররাতে খাঞ্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম মৃধা ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কুদ্দুস সরদারকে গ্রেফতার করে।