প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ বন্ধুর কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে প্রেম নিবেদন। প্রেমিকার ঘরে নিশিযাপন করতে গিয়ে ধরা পরে অতঃপর প্রেমিক জুটির বিয়ে।
জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব ফুল্লশ্রী গ্রামের মৃত জাহাঙ্গীর ভূইয়ার ছেলে হৃদয় ভূইয়া ওরফে জহিরুল তার এক বন্ধুর কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে দীর্ঘদিন যাবত একই উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মৃত সেলিম হাওলাদারের ষোড়শি কন্যা সামিয়া আক্তার মুক্তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
প্রেমের টানে প্রেমিক জহিরুল সকলের অগোচোরে গত সোমবার রাতে প্রেমিকার ঘরে নিশিযাপন করতে গিয়ে ধরা পরে। পরবর্তীতে লোকসমূক্ষে প্রেমিক জুটি তাদের প্রেম ভালোবাসার কথা স্বীকার করে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় কাজী মানিককে ডেকে এনে প্রেমিক জুটির বিয়ে পড়ানো হয়। অপরদিকে এ ঘটনা ভিন্নখাতে নিতে প্রেমিকের কয়েক জন প্রভাবশালী অভিভাবক টালবাহানা করছে বলে জানাগেছে।