গৌরনদীতে পুলিশ পরিচয়ে দু’গৃহে ডাকাতি

প্রেমানন্দ ঘরামী ॥  পুলিশ পরিচয়ে বরিশালের গৌরনদী উপজেলার গোরক্ষডোবা গ্রামে সোমবার গভীর রাতে দু’গৃহে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের হামলায় দু’গৃহকর্তা গুরুতর আহত হয়েছে। ডাকাতরা নগদ অর্ধলক্ষাধিক টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।

ডাকাত কবলিত পরিবার সুত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও নীখখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস বেপারীর বিল্ডিংয়ের পেছনের জানালার গ্রীল কেটে সোমবার রাত একটার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। তারা গৃহের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে নগদ ১৮ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী হোসেন বেপারীর গৃহে একইভাবে ডাকাত দল প্রবেশ করে নগদ ৩২ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা ইউনুস বেপারী ও হোসেন বেপারী গুরুতর আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।