মোঃ গিয়াস উদ্দিন মিয়া ॥ যারা পবিত্র কোরআন শরীফে আগুন দিকে পারে তারা দেশের শত্র“-মিডিয়ার শত্র“ ও মানবতার শত্র“। শুরু থেকেই ওইসব শত্র“রা সাংবাদিকদের প্রতি বিষোধাগার করে একের পর হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত রবিবার হেফাজতের ক্যাডাররা ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর পরিকল্পিত ভাবে হামলার চালিয়েছে। ওইসব হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারপূবর্ক দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। আজ মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখিত কথাগুলো বলেছেন।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে সকাল দশটায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ এম. আলম, প্রচার সম্পাদক উত্তম দাস, সদস্য আমিন মোল্লা, খোকন আহম্মেদ হীরা, মণীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বক্তারা হেফাজতের ক্যাডার কর্তৃক পবিত্র কোরান শরীফে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র উদ্বেগ প্রকাশ করে ওইসব ক্যাডারদের অনতিবিলম্বে গ্রেফতারপূবর্ক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। একই সাথে বক্তারা দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহবান করেন।