Menu Close

বরিশালে বিএনপির গায়েবানা জানাজার নামাজ ॥ বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি ॥  ঢাকায় নিহত হেফাজত কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার বিকেলে বরিশালে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে গায়েবানা জানাজার নামাজের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদসহ বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামীর নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

পরে নেতা-কর্মীরা ১৮ দলের ডাকা আগামি ৮ ও ৯ মে’র হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এরপূর্বে সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সাম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মজিবর রহমান সরোয়ার এমপি, আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ-এমপি, সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।