স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কামরুজ্জামানের ফাঁসির রায় ঘোষণা হওয়ায় পর গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালে আনন্দ মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও গণজাগরন মঞ্চের নেতৃবৃন্দরা।
নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যদের মধ্যে সমন্বয় পরিষদ পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, সেক্টর কমান্ডার ফোরামের কাজল ঘোষ, ঘাতক দালাল নির্মুল কমিটির শান্তি দাস, গণজাগরণ মঞ্চের নজরুল বিশ্বাস উপস্থিত ছিলেন। একইদিন গৌরনদী উপজেলায় একাত্তরের গণজাগরন মঞ্চের সমন্ময়ক সৈকত গুহ পিকলুর নেতৃত্বে অনুরূপ আনন্দ মিছিল বের করা হয়।