স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর আবাসিক হোটেল সানফ্লাওয়ার থেকে আজ বৃহস্পতিবার সকালে রিতা (১৯) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী থানার এস.আই চিন্ময় জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে হেটেলের ১০৩ নম্বার কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুঁলন্তঅবস্থায় রিতার লাশ উদ্ধার করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কিশোরীর পা খাটের ওপর ভাঁজ করা দেখে পুলিশের সন্দেহ হয় বিষয়টি আত্মহত্যা নয় হত্যা। ঘটনাস্থল হোটেলের দ্বিতীয় তলার ১০৩ নম্বর কক্ষের দরজা খোলা ছিল। সূত্রে আরো জানা গেছে, হোটেল মালিক রিপনের শ্যালকের সাথে কিশোরী রিতার প্রেমের সম্পর্ক ছিলো। ধারনা করা হচ্ছে রিতাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুঁলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছে।