স্টাফ রিপোর্টর ॥ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে ট্রাইবুনালের দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল মহানগর জামায়াতের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নগরীর বটতলা বাজার এলাকায় বের হওয়া মিছিল থেকে পুলিশ জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো- মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জামায়াত নেতা মোঃ আবদুল হাই ও হেমায়েত উদ্দিন। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, গ্রেফতারকৃতরা নগরীতে নাশকতা কর্মকান্ড ঘটাতে পারে, গোয়েন্দা সংস্থার এ রির্পোটের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।