স্টাফ রিপোর্টর ॥ সাভার ট্রাজেডির ১৫দিন পর বুধবার সন্ধ্যায় রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের মনির বেপারীর স্ত্রী ময়না বেগমের অর্ধগলিত লাশ।
গার্মেন্টসের পরিচয়পত্র দেখে ময়নার লাশ শনাক্ত করে তার (ময়নার) স্বামী মনির বেপারীর কাছে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। নিহত ময়না রানা প্লাজার পঞ্চম তলার গামের্ন্টেসে কর্মরত ছিলো। হতভাগ্য ময়না বেগমের মাহিয়া খানম (৮) নামের একটি কন্যা সন্তান রয়েছে। মাহিয়া চতুর্থ শ্রেণীতে অধ্যায়নরত। মায়ের লাশ থেকে বাকরুদ্ধ হয়ে হয়ে পরেছে মাহিয়া।