গৌরনদীতে জাকের পার্টির বিভাগীয় সম্মেলন

এনায়েত হোসেন মুন্না ॥  জাকের পার্টি জাতীয় কাউন্সিল ২০১৩ সার্বিক ভাবে সফল করা লক্ষে কেন্দ্রীয় মিশনের উদ্যোগে বরিশাল বিভাগীয় সম্মেলন আজ শুক্রবার বিকেলে বিশ্বওলী খাঁজা বাবা ফরিদপুরী কমপ্রে¬ক্স গৌরনদীর সুন্দরদীতে অনুষ্ঠিত হয়।

 
বিশ্বওলী খাঁজা বাবা ফরিদপুরী কমপ্লে¬ক্স মাঠে সম্মেলন গৌরনদী উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি মাষ্টার মঞ্জুর এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও বরিশাল বিভাগীয় সভাপতি মিজানুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও বরিশাল বিভাগীয় সাধারন সম্পাদক হাফেজ আব্দুল গনি, জাকের পার্টির সংযুক্ত আরব আমেরিয়াত শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বাদশা মুন্সী, কেন্দ্রীয় কমিটির ওয়াকিং কমিটির সদস্য আব্দুল ওয়াজেদ মিয়া, বরিশাল জেলা সভাপতি আব্দুল বারেক হাওলাদার।

বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুগ্ম সাধারন সম্পাদক ওয়াজেদ আলী সিকদার, বরিশাল জেলা যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, বরিশাল মহানগর সভাপতি আব্দুল জব্বার খান, জাকের পার্টির নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গাজী শাহ আলম, গৌরনদী উপজেলার সাধারন সম্পাদক জয়নাল আবেদীন সরদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লাভলু খান, গৌরনদী পৌর সভাপতি লাল মিয়া মুন্সী, সাধারন সম্পাদক সেকান্দার আলম, আগৈলঝাড়া উপজেলার সাধারন সম্পাদক মোতালেব হোসেন, সহসভাপতি শাহ আলম, উজিরপুর উপজেলার সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।